ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মেসি-এমবাপে’র চমকে জয় পিএসজির 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২২ অক্টোবর ২০২২

একক আধিপত্য বিস্তারের ম্যাচে পুরো আলোটাই ছিল লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের ওপর। মনেই হচ্ছিল না ম্যাচে আরেক ফরোয়ার্ড নেইমার নেই। দুর্দান্ত খেলে দুজনই গোলের দেখা পেয়েছেন। তাদের দুজনের নৈপুণ্যে আজাকসিওকে ফুৎকারে উড়িয়ে দিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল ক্রিস্তফ গালতিয়ের দল।

আজাকসিও এর মাঠে শুক্রবার (২১ অক্টোবর) রাতে লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে চ্যাম্পিয়নরা। এমবাপের দুই গোলের মাঝে একটি করেন মেসি।

খেলার ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। মেসির ফ্রি-কিকে বল রক্ষণ দেয়ালে একজনের মাথায় লেগে জালে জড়াতে যাচ্ছিল, তবে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক বাঁজামাঁ লেরয়। তবে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি সফরকারীদের। ২৪তম মিনিটে মেসির দারুণ থ্রু বল ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপে।

এমবাপে ৩৭তম মিনিটে সুবর্ণ একটি সুযোগ হারান। আশরাফ হাকিমির কাটব্যাক বক্সে ফাঁকায় পেয়ে ওয়ান-অন-ওয়ানে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তিনি। বিরতির আগে মিডফিল্ডার ফাবিয়ান রুইসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে পিএসজির সামনে আরেকটি সুযোগ আসে। মেসির ক্রস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন হুয়ান বের্নাত, তিনি শট নেওয়ার আগেই এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক। ৫৭তম মিনিটে মেসির দারুণ থ্রু বল বক্সে পেয়ে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে বাইরে মারেন এমবাপে।

৭৮তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বের্নাতকে পাস দিয়ে এগিয়ে যান তিনি। সতীর্থের ফিরতি পাস পেয়ে বক্সের সামনে বাড়ান এমবাপেকে। তরুণ তারকার দারুণ ব্যাকহিল ফ্লিকে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এমবাপে। এই গোলেও অবদান মেসির। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের পাস বক্সের সামনে খুঁজে পায় এমবাপেকে, নিচু শটে বাকিটা গত আসরের সর্বোচ্চ গোলদাতা।

১১ ম্যাচে ১০ গোল করে এককভাবে এবারের লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতাও এখন এমবাপে। তিনি পেছনে ফেললেন ৯টি করে গোল করা নেইমার ও লিলের জোনাথন ডেভিডকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি